ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ আরচ্যারি কোয়ালিফায়িং রাউন্ডে (র্যাংকিং রাউন্ড) রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে ৮২ জন আরচ্যারের মধ্যে ৭০ মিটার দূরত্বে ব্যক্তিগতভাবে শেখ সজিব ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৪৬ স্কোর করে ১৬তম, মোহাম্মদ তামিমুল ইসলাম ৬৩১ স্কোর করে ৪১তম, মোহাম্মদ দুরুল হুদা ৬২৮ স্কোর করে ৪৬তম, মোহাম্মদ জাবেদ আলম ৬২৪ স্কোর করে ৪৭তম হয়েছেন।
আর মহিলা সেকশনে ৬৯ জন আরচ্যারের মধ্যে শ্যামলী রায় ৫৭৬ স্কোর করে ৪৯তম র্যাংকিং-এ অবস্থান করে ইলিমিনেশন রাউন্ডে উন্নীত হয়।
অপরদিকে মিশ্র দলগতভাবে ২১টি দলের মধ্যে শেখ সজিব ও শ্যামলী রায় ১২২২ স্কোর করে ১৬তম র্যাংকিং-এ অবস্থান করে পরবর্তীতে ১/৮ খেলায় ইন্দোনেশিয়ার নিকট ৬-০ সেট পয়েন্টে পরাজিত হয়ে ৯ম স্থান অধিকার করে।
১৭ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ১২ জন আরচ্যারসহ ১৫ সদস্য এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা আরচ্যার রয়েছেন।
এ আসরে মোট ৩০ টি দেশ অংশ নিচ্ছে। আর এ সফরে আরচ্যারি ফেডারেশনকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা গ্রুপ, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫