ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র চূড়ান্ত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব শেষে এবার কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার পালা। আজ (২০ মার্চ) শেষ আটের ড্র সম্পন্ন হয়েছে।

কোয়ার্টারেই মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস খেলবে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো হবে এপ্রিলের ১৪/১৫ তারিখে। পরের সপ্তাহেই দ্বিতীয় লেগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ বছরের ০৬ জুন জার্মানির বার্লিনে অবস্থিত অলিম্পিয়াস্তাদিওন স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘন্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।