ঢাকা: অবশেষে ২০২২ ফুটবল বিশ্বকাপের দিনক্ষণ পরিবর্তীত হলো। ডিসেম্বরের ১৮ তারিখে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ফিফার নির্বাহী কমিটি।
জুন-জুলাই মাসে কাতারে তীব্র গরম পড়ার কারণে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল। অবশ্য কাতার ফুটবল ফেডারেশন জানিয়েছিল তারা শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলোর আয়োজন করবে। কিন্তু, খেলোয়াড়দের কথা মাথায় রেখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সময়সূচীতে চূড়ান্ত পরিবর্তন আনতে বাধ্য হলো।
ফিফার নির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ৩১-৩২ দিনের পরিবর্তে ২৮ দিন ব্যাপী হবে। টুর্নামেন্ট শুরু হবে নভেম্বরে। এক্ষেত্রে ঘরোয়া লিগের সিডিউলে কিছুটা ব্যাঘাত ঘটবে।
এর আগে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সম্ভাব্য তারিখ ছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের হস্তক্ষেপে পাঁচ দিন কমিয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এ দিনটিতে কাতারের জাতীয় দিবস পালিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘন্টা, মার্চ ২০, ২০১৫