ঢাকা: ভারতের কোলকাতায় অনুষ্ঠানরত এলআইসি ২য় আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে ২১ জনের সঙ্গে তিনি এ অবস্থানে রয়েছেন।
আর ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী আড়াই পয়েন্ট করে, নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক দেড় পয়েন্ট করে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, তিতাস ক্লাবের শফিক আহমেদ, নারায়ণগঞ্জের প্রিতম-প্রিজম চেস ক্লাবের মোঃ জামাল উদ্দিন ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের দেওয়ান শহিদুল আমিন টিপু এক পয়েন্ট করে অর্জন করেছেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার খাতমল সামিরকে, জিয়া ভারতের হরিকৃষ্ণানকে, শফিক ভারতের অর্পিতা মূখার্জীকে এবং জামাল ভারতের তেজস্বিনি সাগরকে পরাজিত করেন। দেবরাজ ভারতের গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষি রায় চৌধুরীর সঙ্গে, মালেক গ্র্যান্ড মাস্টার রাজীবের সঙ্গে ও রানী হামিদ সোহেলের সঙ্গে ড্র করেন। আর টিপু ভারতের সৌরভ খেরদেকারের কাছে পরাজিত হন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘন্টা, মার্চ ২০, ২০১৫