ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আরচ্যারিতে সজীব নবম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
আরচ্যারিতে সজীব নবম

ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ তে রিকার্ভ বোর ব্যক্তিগত ইলিমেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন বাংলাদেশী আরচ্যার সজীব শেখ। শুক্রবার ব্যাংঙ্ককে টুর্নামেন্টের শেষ আটে ইন্দোনেশিয়ার সালসাবিলা আগাথার কাছে ০-৬ সেটে পরাজিত হয়ে নবম স্থান লাভ করেন তিনি।



রিকার্ভের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের তামিমুল, দুরুল হুদা ও জাবেদ আলম পরাজিত হন। কম্পাউন্ডে শ্যামলী রায় ও সুমন কুমার দ্বিতীয় এবং আনোয়ারুল কাদের, অলিউল ইসলাম, কাজী রাফিদ, তামান্না পারভীন, সুস্মিতা বনিক প্রথম রাউন্ডে বিদায় নেন।

মিশ্র দলগত রিকার্ভে ইন্দোনেশিয়ার কাছে ৬-০ সেটে সজীব-শ্যামলী ও কম্পাউন্ডে তামান্না-সুমন ১৪৩-১৪৭ পয়েন্টে হারেন ভিয়েতনামের আরচ্যারদের কাছে। দুটি বিভাগেই নবম বাংলাদেশ।

শনিবার রিকার্ভ ও কম্পাউন্ড বো’র কোয়ার্টার ফাইনালে ছেলেরা চীন ও মেয়েরা চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে। র‌্যাঙ্কিংয়ে পুরুষরা নবম ও মেয়েরা ১২তম স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘন্টা, ২০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।