ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দল ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দল ঢাকায়

ঢাকা: ঢাকায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। এ টুর্নামেন্টে অংশ নিতে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দল আজ (শুক্রবার) দুপুরে ঢাকায় এসে পৌছেছে।

দলটিতে মোট ৩২ জন খেলোয়াড় ও কর্মকর্তা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রটোকল অফিসার হামিদুজ্জামান নোমান দলটিকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।

আর একই টুর্নামেন্টে অংশ নিতে ২৩ মার্চ ভারত ও ২৫ মার্চ সিরিয়া অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ঢাকায় আসছে।

ওদিকে আগামী ২৩-২৪ মার্চ ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচে অংশ নেয়ার কথা আছে উজবেকিস্তানের যুবাদের।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব ২৭ মার্চ থেকে শুরু ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ই’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘন্টা, ২১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।