ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

খেলা

ডুবে ডুবে জল খাচ্ছেন যুবরাজ-অসিন!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, মার্চ ২১, ২০১৫
ডুবে ডুবে জল খাচ্ছেন যুবরাজ-অসিন!

ঢাকা: দীর্ঘ সময় ধরেই নতুন নতুন প্রেমিক যুগল উপহার দিয়ে আসছে ভারতীয় ক্রিকেটাঙ্গন ও বলিউড পাড়া। এই উপহারের মধ্যে হরভজন সিং ও গীতা বসরা, বিরাট কোহলি ও আনুশকা শর্মার যুগলের কথা উল্লেখযোগ্য।

উল্লেখ করার মতো সুরেশ রায়না ও শ্রুতি হাসানের নজর এড়িয়ে আড্ডা দেওয়ার গুঞ্জনও। সে তালিকায় এবার যুক্ত হলেন ড্যাশিং ব্যাটসম্যান যুবরাজ সিং ও ‘গজনী’ খ্যাত হার্টথ্রব নায়িকা অসিন।

স্থানীয় সংবাদমাধ্যম যুবরাজ ও অসিনের সম্প্রতি ধারণ করা হাস্যোজ্জ্বল কিছু ছবি প্রকাশ করে বলছে, ‘নগরে কি তবে যুবরাজ ও অসিন নতুন যুগল আসছে?’

সংবাদমাধ্যমের খবরে আসছে, মূলত একটি সুন্দরী প্রতিযোগিতায় বিচারকের আসনে বসার সুবাদেই ঘনিষ্ঠ হতে শুরু করেন ক্যান্সারজয়ী যুবরাজ ও অসিন। এখন ওই প্রতিযোগিতার বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে দু’জন যোগ দিচ্ছেন একসঙ্গে। সেসব অনুষ্ঠানে যুবরাজ ও অসিনকে বেশ উচ্ছ্বসিত হয়ে আলাপ করতে দেখা যায়। ঘনিষ্ঠ সেসব ছবি টুইটার-ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে

সংশ্লিষ্ট সূত্র বলছে, দু’জন এতোটাই ঘনিষ্ঠ হয়েছেন যে, যুবরাজ অসিনকে নতুন নামেও ডাকছেন। হার্টথ্রব এ অভিনেত্রীকে ড্যাশিং ব্যাটসম্যান যুবরাজ সম্বোধন করছেন ‘অ্যাসাসিন’ নামে। এমনকি যুবরাজের দেওয়া নামে উচ্ছ্বসিত ‍অসিন ফিরতি আরেকটি নাম দেওয়ার চিন্তা করছেন যুবিকেই।

এর আগে, আইপিএলের সুবাদে প্রীতি জিনতার সঙ্গে যুবরাজের ঘনিষ্ঠ হওয়ার গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত তা উড়িয়ে দেন বলিউড অভিনেত্রী। কিন্তু ওই গুঞ্জন ততোটা পোক্ত না হলেও এবারের খবর বেশ বিশ্বাসযোগ্য বলেই দাবি করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলোর তরফ থেকে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।