ঢাকা: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামি সোমবার (২৩ মার্চ) থেকে শুরু হচ্ছে সাউথইস্ট ব্যাংক লি: ৩৫তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ।
উক্ত টুর্নামেন্টের খেলা ২৩ মার্চ শুরু হয়ে আগামী ২৭ মার্চ শেষ হবে।
টুর্নামেন্টে মোট চারটি বিভাগীয় দল ও ২৬টি জেলা দল অংশ নেবে। ১৮০ জন পুরুষ ও ৬০ জন মহিলা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করবেন। টিমস, ডাবলস, সিঙ্গেলস ও মিক্স ডাবলসে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা।
আজ (শনিবার) দুপুরে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজন সস্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান মনির, টেবিল টেনিস ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: সাইফ (বি মোল্লা), টেবিল টেনিস ফেডারেশনের ট্রেজারার তাজউদ্দিন আহমেদ পাপ্পুসহ ফেডারেশনের অন্যান্য কমকর্তাবৃন্দ।
আগামী সোমবার টুর্নামেন্টের ভেন্যু গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুইংমিংপুল ও জিমনেসিয়ামে বিকাল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এই আয়োজনের। ২৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ৩৫তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘন্টা, মার্চ ২১, ২০১৫