ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলেতে ২২ মার্চ(রোববার)মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। অলিম্পিক প্রাক ও এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের আগে সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলতে যওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২৩ দলটির।
এরই ধারাবাহিকতায় দেশেই প্রস্তুতি ম্যাচ খেলার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রথম প্রীতি ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে ২-০ গোলে পরাজিত হয় অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। এবার দ্বিতীয় প্রীতি ম্যাচে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে যুবারা।
তবে এবার ভেন্যু বিকেএসপি নয়, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘন্টা, ২১ মার্চ ২০১৫