ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

খেলা

যুবাদের দ্বিতীয় পরীক্ষা রোববার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মার্চ ২১, ২০১৫
যুবাদের দ্বিতীয় পরীক্ষা রোববার

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি  ম্যাচে খেলেতে ২২ মার্চ(রোববার)মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। অলিম্পিক প্রাক ও এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের আগে সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলতে যওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২৩ দলটির।

কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুর যাওয়া হয়নি তাদের।

এরই ধারাবাহিকতায় দেশেই প্রস্তুতি ম্যাচ খেলার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রথম প্রীতি ম্যাচে  ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে ২-০ গোলে পরাজিত হয় অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। এবার দ্বিতীয় প্রীতি ম্যাচে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে যুবারা।

তবে এবার ভেন্যু বিকেএসপি নয়, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।   

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘন্টা, ২১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।