ঢাকা: পর পর দুই ম্যাচ হারের পর আবারো জয়ে ফিরলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দশ জনের ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার কাছে হেরে ইউরোপ সেরার আসর থেকে বাদ পড়ে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। দুই লেগেই কাতালান ক্লাবটির কাছে পরাজিত হয় সিটিজেনরা। পরে লিগে বার্নলির কাছেও হারতে হয় দলটিকে। তবে এদিন জয় পেয়ে শীর্ষে থাকা চেলসি থেকে তিন পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠে আসলো ম্যান সিটি।
এদিন খেলার শুরুতে(দুই মিনিটে)স্বাগতিক ফুটবলার উইলফ্রেড বনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েস্ট ব্রুমের ডিফেন্ডার গ্যারেথ ম্যাকআউলে।
আর এই সুযোগে খেলার ২৭ মিনিটে বনির গোলেই লিড নেয় ম্যান সিটি। তবে বিরতির আগে খেলার ৪০ মিনিটে ফার্নান্দো আরো একটি গোল করলে লিড দ্বিগুন করে দলটি।
বিরতি থেকে ফিরে খেলার ৭৭ মিনিটে স্টিভেন জোভিটিচের সহায়তায় ডেভিড সিলভা গোল করলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে সিটিজেনরা।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫