ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৫'। পুরানা পল্টনস্থ ঢাকা ভলিবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে আগামী ২৩-২৫ মার্চ পর্যন্ত।
এবারের টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা।
এ উপলক্ষে আজ রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদে ভবনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার বলেন, 'ভলিবলের সাথে ওয়ালটনের বেশ সুন্দর একটি সম্পর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট এ ভলিবল ফেডারেশনের পাশেই আছি আমরা। এ টুর্নামেন্টর সেরা তিন খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে। '
এবারের ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে মোট ৯টি সার্ভিসেস/সংস্থা দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫