ঢাকা: দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ‘এল ক্লাসিকো’তে আজ রাতে মাঠে নামছে। যে মহারণের অপেক্ষায় অপেক্ষমাণ বিশ্বফুটবলের ফুটবলপ্রেমীরা।
বাংলাদেশ সময় রাত দুইটায় ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সা-রিয়াল। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালকে আতিথ্য দিয়ে স্বাগতিক হিসেবে খেলতে নামবে কাতালানরা।
চলতি মৌসুমের কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। লা লিগার আসরেও রয়েছে শীর্ষস্থানে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে তারা। দলের প্রাণভোমরা লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেজরা আছেন গোলের মধ্যে। তাই বলা চলে স্বাগতিক হিসেবে খেলতে নামার আগে লুইস এনরিকের দল রিয়ালের থেকে কিছুটা এগিয়ে থাকবে।
প্রথম লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরেছিল বার্সা। রিয়ালের ঘরের মাঠে সে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটেছিল উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের। আজ তাই বার্সা ঘরের মাঠে চাইবে রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে।
এদিকে, রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। বার্সার থেকে মাত্র এক পয়েন্ট কম নিয়ে তাই মাঠে নামতে হচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। এ ম্যাচে রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চাইবেন দলকে এগিয়ে নিতে। আর রোনালদোকে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল, ফ্রান্সের করিম বেনজেমারা।
লা লিগার পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৫ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। ২১ জয়ের পাশাপাশি দুটি ড্র আর চারটি পরাজয় রয়েছে বার্সার শিবিরে। অন্যদিকে সমান ম্যাচ খেলা রিয়ালের জয় বার্সার সমান। তবে, ৫টি ম্যাচ পরাজয়ের সাথে একটি মাত্র ড্রয়ে রিয়ালের অর্জিত পয়েন্ট ৬৪।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫