ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যাসিয়াসেই আস্থা রিয়ালের, ডি গিয়া নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ক্যাসিয়াসেই আস্থা রিয়ালের, ডি গিয়া নয় সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ইংলিশ প্রিমিয়ারের সেরা গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে নিয়ে কোনো আগ্রহ নেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।



২৪ বছর বয়সী ম্যানইউয়ের গোলরক্ষককে পরের মৌসুমে দলে নিতে আগ্রহী নয় রিয়াল, এমনটি জানিয়ে দিয়েছেন আনচেলত্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যম গুলোতে সম্প্রতি জানানো হয় ম্যানইউয়ের গোলরক্ষক ডি গিয়াকে নিয়ে ভাবতে শুরু করেছে রিয়াল। দলের স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পরের মৌসুমে ছেড়ে দিতে পারে চ্যাম্পিয়ন্স লিগের দশবারের চ্যাম্পিয়নরা- এমন ইঙ্গিতও দিয়েছিল সংবাদমাধ্যম গুলো। তবে, এসব গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েচেন রিয়াল কোচ।

আনচেলত্তি বলেন, রিয়াল আর ম্যানইউ ভক্ত-সমর্থকদের পরিস্কার করে জানিয়ে দিতে চাই, পরের মৌসুমেও ক্যাসিয়াসকে দলে দেখতে চাই আমি। আমার চোখে ক্যাসিয়াসই সেরা গোলরক্ষক।

তিনি আরও যোগ করেন, বিশ্বের প্রথম সারির তিনজন গোলরক্ষক বর্তমান রিয়াল দলে রয়েছে। তাই ডি গিয়াকে নিয়ে কোনো আগ্রহ নেই আমাদের। নতুন কোনো গোলরক্ষককে চুক্তি করাতে চাই না আমরা।

অ্যাতলেতিকো মাদ্রিদের সাবেক গোলরক্ষক ডি গিয়া ম্যানইউতে যোগ দেন ২০১১ সালে। অ্যাতলেতিকোর হয়ে ৫৭ ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করা ডি গিয়া রেকর্ড পরিমাণ ব্রিটিশ বেতনে ম্যানইউতে যোগ দেন। ইংলিশ জায়ান্টদের হয়ে তিনি ১২৬ ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।