জাপানের টোকিওর কোরাকুয়েন হলে একই বক্সিং ইভেন্টে লড়াই শেষে মস্তিষ্কে আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু হয়েছে।
২৮ বছর বয়সী শিগেতোশি কোতারি ২ আগস্ট ওরিয়েন্টাল ও প্যাসিফিক বক্সিং ফেডারেশন (ওপিবিএফ) জুনিয়র লাইটওয়েট চ্যাম্পিয়ন ইয়ামাতো হাতার সঙ্গে ১২ রাউন্ডের লড়াই ড্র করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব বক্সিং সংস্থা (ডব্লিউবিও) লিখেছে, ‘শান্তিতে ঘুমাও, শিগেতোশি কোতারি। ২ আগস্টের শিরোপা লড়াইয়ে পাওয়া আঘাতে মৃত্যু হলো জাপানি এই যোদ্ধার। রিংয়ে তিনি ছিলেন প্রকৃত যোদ্ধা, মনোবলে ছিলেন অদম্য। পরিবার, সতীর্থ ও জাপানের বক্সিং অঙ্গনকে আমরা সমবেদনা জানাচ্ছি। ’
এর মাত্র এক দিন পর, শনিবার মারা যান একই বয়সী হিরোমাসা উরাকাওয়া। ইয়োজি সাইতোর বিপক্ষে নকআউট হেরে তিনি একই ধরনের মাথার আঘাতে আক্রান্ত হন। জীবন বাঁচাতে তারও মাথায় অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
ডব্লিউবিও তাদের বিবৃতিতে লিখেছে, ‘এই মর্মান্তিক খবরটি এল কোতারির মৃত্যুর কয়েক দিনের মাথায়, যিনি একই ইভেন্টে লড়াই করে মারা গেছেন। আমরা এই কঠিন সময়ে দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ’
ঘটনার পর জাপান বক্সিং কমিশন ঘোষণা দিয়েছে, ওপিবিএফ-এর সব শিরোপা লড়াই ১২ রাউন্ডের বদলে এখন থেকে ১০ রাউন্ডে অনুষ্ঠিত হবে।
এ ধরনের দুঃখজনক ঘটনা আগেও ঘটেছে। এ বছরের শুরুর দিকে আইরিশ বক্সার জন কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপার লড়াই হেরে গুরুতর আহত হন এবং এক সপ্তাহ পর মৃত্যুবরণ করেন।
এমএইচএম