ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আরও ৫-৬ বছর খেলতে চাই: রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরও ৫-৬ বছর খেলতে চাই: রোনালদিনহো রোনালদিনহো

ঢাকা: বার্সেলোনা আর ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহো ক্লাব ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন। আরও পাঁচ থেকে ছয় বছর ফুটবল চালিয়ে যেতে চান বলেও জানান সেলেকাওদের হয়ে বিশ্বকাপ জয়ী রোনালদিনহো।



ফুটবল মাঠে বাজিমাত করা রোনালদিনহো গত সেপ্টেম্বরে কুয়েন্ত্রাওয়ের হয়ে চুক্তিবদ্ধ হন। এ ক্লাবটির হয়ে দুই বছরের চুক্তি শেষ হলেও ফুটবলকে বিদায় জানাবেন না রোনালদিনহো।

এক সংবাদ মাধ্যমে ৩৫ বছর বয়সী রোনালদিনহো বলেন, সবাইকে আগেই জানিয়ে রাখছি, আমার অবসর নিয়ে যেসব জল্পনা-কল্পনা শুনতে পাচ্ছি, তা সত্যি নয়। আমার অবসরের গুজবে আপনারা কান দেবেন না। এ মুহূর্তে আমি ফুটবলকে বেশ উপভোগ করে চলেছি। তাই ফুটবলকে এখনই বিদায় জানানোর কোনো ইচ্ছা নেই।

এ সময় তিনি আরও বলেন, ফুটবলকে নিয়ে আমি খুশি থাকতে চাই। আমি জানিনা আরও ৫-৬ বছর খেলতে পারব কি-না। তবে, চাই আরও ৫-৬ বছর খেলা চালিয়ে যেতে। নিজের খেলায় উন্নতি করতে চেষ্টা করে যাচ্ছি। আমি জানি কি করে নিজের সেরাটা বের করে আনা সম্ভব।

ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে ৫৫ ম্যাচ খেলা রোনালদিনহো বার্সেলোনার হয়ে খেলেছেন ১৪৫টি ম্যাচ। এছাড়া এসি মিলানের হয়ে ৭৬টি, ফ্লামেঙ্গোর হয়ে ৩৩টি, অ্যাতলেতিকো মিনেইরোর হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলা রোনালদিনহো।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।