ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে স্বপ্ন ভঙ্গ সাবিনাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ফাইনালে স্বপ্ন ভঙ্গ সাবিনাদের ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের মাটিতে খেলতে গিয়ে রীতিমত ঝড় তুলেছেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা খাতুন। প্রতিটি ম্যাচেই সাবিনার গোলে বিধ্বস্ত প্রতিপক্ষ।

তবে শেষ হাসি হাসতে পারলো না সাবিনাদের মালদ্বীপ পুলিশ ক্লাব।

মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার রাতে মালদ্বীপ পুলিশ ক্লাব ৬-২ গোলে পরাজিত হয় প্রতিপক্ষ ইমেগ্রেশন ক্লাবের কাছে।

ম্যাচে সাবিনা খাতুন একটি গোল করেছেন। তবে এ গোলে শেষ রক্ষা হয়নি পুলিশ ক্লাবের। কারণ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতিপক্ষ দলটি। আর ফাইনালে ইমেগ্রেশন ক্লাবের হয়ে ৪টি গোল করেন রানী মুল্যাসারী।


উল্যেখ্য, সাবিনা খাতুন পুরো টুর্নামেন্টে গোল করেছেন ৩৭টি!

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।