ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
শুরু হচ্ছে জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

ঢাকা: আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ‘এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ’। রবিবার দুপুর ৩টা ৩০ মিনিটে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি শেখ বশির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষনা করবেন।



এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সিম ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোহাম্মদ হায়দার আলী মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলা ঢাকা জেলা বনাম গোপালগঞ্জ জেলার মধ্যে অনুষ্ঠিত হবে।

এ আসরে সর্বমোট ১৮ টি হ্যান্ডবল দল ৬টি গ্রুপে অংশগ্রহন করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ আনসার ও ভিডিপি, বি জে এম সি,  ঢাকা জেলা, দিনাজপুর জেলা, বাংলাদেশ পুলিশ, প গড় জেলা, নওগাঁ জেলা, ফরিদপুর জেলা, লালমনিরহাট জেলা, যশোর জেলা, কিশোরগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা, কুষ্টিয়া জেলা, নড়াইল জেলা, সাতক্ষীরা জেলা, মেহেরপুর জেলা, নীলফামারী জেলা এবং জামালপুর জেলা।     

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।