ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পর্দা উঠলো প্রথম বিভাগ ভলিবল লিগের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
পর্দা উঠলো প্রথম বিভাগ ভলিবল লিগের

ঢাকা: দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতকায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা শুরু হয়েছে ‘ওয়ালটন এয়ারকন্ডিশনার ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগ-২০১৫’। এই লিগ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।



শনিবার পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ও সাবেক কৃতি ভলিবল খেলোয়াড় এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী বাবুল ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মোস্তফা কামাল, লিগ কমিটির সম্পাদক কাজী আব্দুল হান্নান সহ অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনী দিনের খেলার ফলাফল: ইষ্ট এন্ড বয়েজ ৩-১ সেটে ইষ্ট এন্ড ক্লাবকে, স্বাবলম্বী সোসাইটি  ৩-১ সেটে ভাই ভাই সংঘকে পরাজিত করে।

এবারের এই প্রথম বিভাগ ভলিবল লিগে অংশ নিয়েছে আটটি দল। দলগুলো হল- নবজাগরণী সংঘ, ইস্ট এন্ড বয়েজ, স্বাবলম্বী সোসাইটি, ভাই ভাই সংঘ, উত্তরা এস.সি, মাদারটেক মিতালি সংঘ, ইস্ট এন্ড ক্লাব ও শাহবাগ স্পোর্টস ক্লাব। এই লিগ থেকে রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। আর দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে প্রথম বিভাগে খেলার।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১০ হাজার টাকা। রানার্স আপ দলকে দেওয়া হবে ৭ হাজার টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ৬ হাজার টাকা করে। বাকি চারটি দল প্রত্যেকে পাবে ৫ হাজার টাকা করে। এ ছাড়া টুর্নামেন্টের দুজন সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।