ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আজ রাতে মাঠে নামছে দুই শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজের এই খেলায় জিততে পারলে দ্বিতীয় অবস্থানে থাকা আর্সেনাল থেকে ১০ পয়েন্ট ব্যবধান গড়বে শীর্ষে থাকা চেলসি।
এদিকে এই ম্যাচটি এক কথায় গুরু বনাম শিষ্যের অলিখিত যুদ্ধের ম্যাচ। কারণ ম্যানইউ কোচ লুইস ফন গালের বার্সেলোনায় কোচ থাকা অবস্থায় তার সহকারী হিসেবে ছিলেন চেলসি কোচ হোসে মরিনহো। তবে দু’জনের মধ্যে সত্যি বলতে ভালো একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
মরিনহোর শিষ্যরা সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৩ খেলায় অপরাজিত আছে। আর এরই মধ্যে শিরোপার সুবাতাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নেয়া মরিনহো।
অন্যদিকে ফুরফুরে মেজাজেই আছে রেড ডেভিলসরা। কারণ গত রোববার ডার্বি ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে ফন গালের শিষ্যরা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠে আসে দলটি।
আর এ ম্যাচ জিততে পারলে আরো এক ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে আসার সুযোগ রয়েছে দলটির সামনে।
দু’দলের সর্বশেষ সাক্ষাতে ওল্ড ট্রাফোডে ১-১ গোলে ড্র হয়েছিল। ম্যাচে প্রথমে লিড নেয় চেলসি। তবে শেষ দিকে এসে রবিন ফন পার্সির গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। আর এ ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ডাচ তারকা পার্সির।
ফিরতে পারেন অন্য তারকা লুক শাও। তবে মিডফিল্ডার মাইকেল ক্যারিক কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে পারেন।
অন্যদিকে ব্লুজদের হয়ে এ মৌসুমে সর্বো্চ্চ গোলদাতা দিয়েগো কস্তা হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে আজও মাঠে নামতে পারবেন না। সেই সঙ্গে অনিশ্চিত স্ট্রাইকার লোইক রেমিও।
চেলসি নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় তিনটিতে জয় ও দুটি ম্যাচে ড্র করেছে। পাশাপাশি ম্যানইউ তাদের সর্বশেষ পাঁচ খেলায় চারটি জয়ের বিপরীতে একটিতে হেরেছে।
প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ বাকি থাকতে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে চেলসি। আর এক ম্যাচ বেশি খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যানইউ।
এদিকে দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখে সাক্ষাতে অবশ্য চেলসির পাল্লাটাই ভারী। ব্লুজরা তিনটি জিতলেও হারেনি কোন ম্যাচ। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তাই আজকের ম্যাচে জয়ের জন্য প্রানপণ চেষ্টা করবে ম্যানইউ।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমএমএস