ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাগতিক হিসেবে ভালো করার প্রত্যয় বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
স্বাগতিক হিসেবে ভালো করার প্রত্যয় বাংলাদেশের

ঢাকা: ২০১৮ সালে রাশিয়ায় ফিফা বিশ্বকাপের বাছাই এবং ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা নতুন ফরমেট অনুযায়ী অনুষ্ঠিত হবে একসাথে। ফলে গ্রুপিং ড্রও হবে একসাথে।



গত ১৪ এপ্রিল মালয়েশিয়ায় সেই গ্রুপিং ড্র (গ্রুপ ‘বি’) হয়েছে । সেখানে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিস্তান, তাজিকিস্তান, অষ্ট্রেলিয়া ও জর্ডান।

খেলাগুলো অনুষ্ঠিত হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। আর নিজেদের মাটিতে এই জায়ন্ট দলগুলোর বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ।

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম মাঠে নামবে কিরগিজস্তানের বিপেক্ষ আগামী ১১ জুন। আর ১৬ জুন তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। দুটি খেলার ভেন্যুই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। নিজেদের মাটিতে মাঠ, খেলার সময় ও ম্যাচ সংক্রান্ত অনেক বিষয়ে বাংলাদেশ খানিকটা এগিয়ে থাকবে সফরকারিদের থেকে।

এ বিষয়ে শনিবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘এই দুটি ম্যাচ শুরু হবে আমাদের পছন্দমতো। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ৩টায়। কিরগিজস্তান-তাজিকিস্তান শীতপ্রধান দেশ। তারা গরমে খেলে অভ্যস্ত নয়। আর এই সুবিধাটাই কাজে লাগাতে চাই আমরা। '

এ সংক্রান্ত চিঠি আজ দেশ দুটির কাছে পাঠিয়েছে বাফুফে।

আর এই দুই ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দল অন্ততঃ দুটি প্রস্ততি ম্যাচ খেলতে চায়। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের পছন্দ ছিল উত্তর কোরিয়া ও সিরিয়া।

এ সম্পর্কে সাধারণ সম্পাদক সোহাগ বলেন, ‘কোরিয়া-সিরিয়া আমাদের পরিকল্পনায় আছে। ইতঃমধ্যেই আমরা আরও দুটি দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে ইতিবাচক আলোচনা করেছি। দেশদুটি হচ্ছে আফগানিস্তান ও মিয়ানামার। ’

ওদিকে ইন্দো-বাংলা গেমস না হওয়ার ফলে প্রিমিয়ার ফুটবল লিগ সময় মতোই শেষ হবে। আর লিগ শেষ হওয়ার পরপরই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে যাবে।

এ সম্পর্কে সোহাগ জানান, ‘ইতঃমধ্যেই বাংলাদেশের বাকি ম্যাচগুলোর সময়ও নির্ধারিত হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জর্দানের বিরুদ্ধে ম্যাচটি হবে সন্ধ্যা ৬টায়। এছাড়া ১৭ নবেম্বর একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। সেপ্টেম্বর-নবেম্বরে শীতকাল থাকবে। ফলে প্রতিপক্ষ দলগুলোকে দুপুরে খেলালেও তাদের ওই আবহাওয়ায় কোন সমস্যা হবে না। তাই আমরা ম্যাচগুলো সন্ধ্যাতেই রেখেছি। ’

এশিয়ার ৪০ দল আট গ্রুপে ভাগ হয়ে জুন থেকে শুরু হতে যাওয়া এই বাছাইপর্বে খেলবে। খেলাগুলো হোম ও এ্যাওয়ে ভিত্তিতে হবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের এশিয়া কাপের মূল পর্বে উঠবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।