ঢাকা: বার্সেলোনার প্রাণভোমরা খ্যাত লিওনেল মেসি কাতালানদের হয়ে ৪০০তম গোলে মালিক হলেন। লা লিগার আসরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার শেষ মিনিটে নাটকীয়ভাবে গোলের দেখা পান মেসি।
ম্যাচে রেফারির শেষ বাশিঁ বাজার ঠিক কয়েক সেকেন্ড আগে প্রায় মাঝমাঠ থেকে বল পেয়ে ভ্যালেন্সিয়ার ডি-বক্সে ঢুকেন মেসি। অতিথি দলটির গোলরক্ষক দিয়েগো আলভেজকে একা পেয়ে শট নেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তবে, তার শটটি আলভেজের হাতে লেগে প্রতিহত হয়। কিন্তু, ফুটবল ঈশ্বর যেনো মেসিকে হার মানতে দিতে নারাজ হলেন।
ফিরতি বল পেয়ে আলতো টোকায় ভ্যালেন্সিয়ার জালে বল জড়িয়ে দেন মেসি। আর এর সাথে মেসি ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সার হয়ে ৪০০তম গোলের মালিক হয়ে যান আর্জেন্টাইন তারকা।
তবে, এর আগেই এ মাইলফলক ছুঁতে পারতেন মেসি। খেলার ৬৩ মিনিটের মাথায় মাঠে থাকা ৮০ হাজারের বেশি দর্শক মেসির বাঁ-পায়ের জাদু দেখেন। ভ্যালেন্সিয়ার ডি-বক্সের বাইরে থেকে মেসির নেওয়া ফ্রি-কিকটি বাতাসে বাঁক নিয়ে গোলবারের ঠিক মাথায় গিয়ে লাগে। প্রতিপক্ষের গোলরক্ষকের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
বার্সার হয়ে ৪৭১ ম্যাচে মেসি তার ৪০০তম গোলের দেখা পেলেন। ২৭ বছর বয়সী মেসি ২০০৫ সালে বার্সার মূল দলের হয়ে আলবাসেতের বিপক্ষে এই ক্যাম্প ন্যুতেই নিজের অভিষেক গোল করেছিলেন।
এ মৌসুমে কিছুতেই যেন থামতে চাচ্ছেন না মেসি। বার্সার হয়ে সর্বোচ্চ গোলের মালিক স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে গোল করলেন ৩৫টি। আর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে মেসির গোলসংখ্যা ৪৬টি।
বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৫
এমআর