ঢাকা: স্প্যানিশ লা লিগার চলতি আসরে আরেকটি জয় পেয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। দেপোরতিভোকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারাতে না পারার আক্রোশ নিয়ে মাঠে নামেন সিমিওন শিষ্যরা। শুরুর একাদশে ৪-৫-১ ফরমেশনে খেলতে থাকেন ওব্লাক, হুয়ানফ্রান, জিমিনেজ, দিয়েগো গডিন, রাউল গার্সিয়া, কোকে, থিয়াগো, আন্দ্রে সাউল, আরদা তুরান, গ্যামেজ আর অ্যান্তোনিও গ্রিজম্যান।
ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায় অ্যাতলেতিকো। জিমিনেজের অ্যাসিস্ট থেকে গোল করেন গ্রিজম্যান। দলের দ্বিতীয় গোলটিও করেন গ্রিজম্যান। ২২ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। আর দেপোরতিভোর হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৭৮ মিনিটে। দলের একমাত্র গোলটি করেন ওরিওল রিয়েইরা।
এ ম্যাচে জয়ের ফলে অ্যাতলেতিকো সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৬৯ পয়েন্ট। ৩২ ম্যাচ খেলে সিমিওনের শিষ্যরা টেবিলের তৃতীয় স্থানটি ধরে রেখেছে। সর্বোচ্চ ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটি বার্সেলোনার দখলে।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫
এমআর