ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিরোপার কাছেই বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
শিরোপার কাছেই বায়ার্ন সংগৃহীত

ঢাকা: চলতি বুন্দেসলিগার আসরে জয় পেয়েছে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ। হফেনহেইমকে হারিয়ে শিরোপার অনেকটা কাছে চলে এসেছে বায়ার্ন।

এ ম্যাচে হফেনহেইমকে ২-০ গোলে হারানো বায়ার্ন সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।

ম্যাচের আগে জার্মানির জায়ান্টরা কিছু অস্বস্তিতে ছিল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় গার্দিওলার শিষ্যরা। ফলে, দলটির কোচিং স্টাফদের নিয়েও বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে, হফেনহেইমকে হারিয়ে সে সমালোচানার পথ আপাতত বন্ধ রাখলো বায়ার্ন।

ম্যাচের শুরুতে পূর্ণ তিন পয়েন্টের জন্য গার্দিওলা মাঠে নামান ম্যানুয়েল ন্যুয়ের, রাফিনহা, দান্তে, সেবাস্তিয়ান রড, বার্নাট, থমাস মুলার, লেভানোডস্কি আর মারিও গোতজের মতো তারকাদের।

খেলার ৩৮ মিনিটে দলকে লিড নেওয়া গোল পাইয়ে দেন সেবাস্তিয়ান রড। লেভানোডস্কির অ্যাসিস্ট থেকে গোল করেন সেবাস্তিয়ান। বিরতির আগে ও পরে আর কোনো গোলের দেখা পান নি বায়ার্নের ফুটবলাররা। তবে, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে হফেনহেইমের ফুটবলার আন্দ্রেয়াস বেকের আত্মঘাতী গোলে ২-০ তে এগিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা শিষ্যরা।

২৯ ম্যাচ থেকে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল বায়ার্ন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।