ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে চেলসির জয় সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোসে মরিনহোর শিষ্যরা নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে নিল।



স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের একমাত্র গোলের মালিক চেলসির ইডেন হ্যাজার্ড।

খেলার ৩৮ মিনিটে দলের একমাত্র গোলটি করেন হ্যাজার্ড। ব্রাজিল তারকা অস্কারের দারুণ এক অ্যাসিস্টে গোলটি করেন বেলজিয়ান তারকা হ্যাজার্ড।

চেলসির হয়ে এ ম্যাচে মাঠে ছিলেন ইভানোভিচ, চাহিল, জন টেরি, অস্কার, ফ্যাব্রেগাস, হ্যাজার্ড আর দিদিয়ের দ্রগবা। বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন রামিরেস, উইলিয়ানরা। অন্যদিকে ম্যানইউয়ের হয়ে মাঠে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, ডেভিড ডি গিয়া, ভ্যালেন্সিয়া, স্মলিং, লুক শ, মাতা, আন্দ্রে হেরেরা, ওয়েইন রুনি, ফেল্লাইনি, অ্যাশলে ইয়ং আর রাদামেল ফ্যালকাওদের মতো তারকারা।

এ ম্যাচে জয়ের পর চেলসির পয়েন্ট গিয়ে দাঁড়ালো সর্বোচ্চ ৭৬। ৩২ ম্যাচ খেলে মরিনহোর শিষ্যরা ২৩টি জয়ের দেখা পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।