ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
ফাইনালে আর্সেনাল সংগৃহীত

ঢাকা: লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে মাঠে নেমেছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা এ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পায় রিডিংকে।

অতিরিক্ত সময়ে গড়ানো এ ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে এফএ কাপের ফাইনালে উঠল আর্সেনাল।

কাজোরলা, অ্যারন রামসে, মেসুত ওজিল, অ্যালেক্সিজ সানচেজ আর ওয়েলব্যাকদের নিয়ে সাজানো দলটি শুরুর একাদশে মাঠে নামে। তবে, অপেক্ষাকৃত দুর্বল দল হলেও আর্সেনালকে নির্ধারিত সময় পর্যন্ত রুখে দেয় রিডিং।

ম্যাচের প্রথমার্ধের ৩৯ মিনিটে গোল করে দলের লিড নেন আর্সেনালের তারকা সানচেজ। চিলির এ তারকা স্ট্রাইকারকে বলের যোগান দেন জার্মানির বিশ্বকাপ জয়ী সদস্য ওজিল। তবে, ৫৪ মিনিটের মাথায় সমতায় ফেরে রিডিং। গ্যারাথ ম্যাকক্লেরির গোলে সমতায় ফেরে রিডিং। ম্যাচের নির্ধারিত সময়ে আর কোনো দল গোলের দেখা পায় নি।

এরফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০৫তম মিনিটে আবারো গোল করেন আর্সেনাল তারকা সানচেজ। প্রথম গোলের যোগানদাতা ওজিলই এবারো সানচেজকে দিয়ে গোল করান। বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

আর এ জয়ের ফলে এফএ কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।