ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কাতালানদের ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
কাতালানদের ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় মালাগার বিপক্ষে ৩-১ গোলে জিতে চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে সার্জিও রামোস, জেমস রদ্রিগেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো একটি করে গোল করেন।

মালাগার হয়ে একমাত্র গোলটি করেন হুয়ানমি।

এদিন খেলার শুরুতেই অবশ্য দু:সংবাদ শুনতে হয় লস ব্ল্যাঙ্কসদের। খেলার পঞ্চম মিনিটে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী তারকা গ্যারেথ বেল।

তবে খেলার ২৪ মিনিটেই পর্তুগিজ অধিনায়ক রোনালদোর ফ্রি কিক থেকে দারুণ একটি গোল আদায় করে নেন ডিফেন্ডার রামোস। কিন্তু বিরতির আগে আর কোন গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে কার্লো্স আনচেলত্তির শিষ্যরা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়াতে থাকে স্বাগতিকরা। তবে খেলার ৬৭ মিনিটে পেনাল্টি পেলেও তা থেকে গোল আদায় করতে পারেন নি ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

তবে এর দুই মিনিট পরেই রোনালদোর অ্যাসিস্ট থেকে দলের লিড দ্বিগুন করেন কলম্বিয়ান তারকা রদ্রিগেজ। কিন্তু খেলার ৭১ মিনিটে সফরকারি ফুটবলার হুনামি গোল করলে ব্যবধান কমায় মালাগা।

এদিকে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ‍ঠিকই জালের ঠিকানা খুজে পান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদো। ৯২ মিনিটে জাভিয়ার হার্নান্দেজের পাস থেকে অসাধারণ একটি গোল করেন তিনি। রোনালদোর এটি এই মৌসুমে রিয়ালের হয়ে ৫০তম গোল।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা।

রিয়াল বর্তমানে ৩২ খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে। আর সমান খেলায় দুই পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।