ঢাকা: ফ্রেঞ্চ লিগ ওয়ানে নাইসের বিপক্ষে ৩-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নাইসের ঘরের মাঠে অ্যালিয়াঞ্জ রিভেইরাতে পিএসজি’র হয়ে জোড়া গোল করেন জাভিয়ার পাস্তোরে আর একটি গোল করেন এডিসন কাভানি।
এর আগে পিএসজি’র নিজেদের চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হারে। তবে এদিন ঘরোয়া লিগে সাতবারের চ্যাম্পিয়ন লিঁওর বিপক্ষে এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান মজবুত রাখলো।
এ ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন না দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে খেলার ৩৯ মিনিটে লুকাসের পাস থেকে গোল করে দলের লিড নেন আর্জেন্টাইন তারকা পাস্তোরে। কিন্তু খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্বাগতিক ফুটবলার বোডমার গোল করলে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে খেলার ৬৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন পাস্তোরে। আর ৬৯ মিনিটে উরুগুইয়ান তারকা কাভানি পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান আরো বাড়ায় সফরকারিরা।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
লিগে ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। আর সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিঁও।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএমএস