ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

খেলা

টানা চতুর্থ শিরোপার পথে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, এপ্রিল ১৯, ২০১৫
টানা চতুর্থ শিরোপার পথে জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে লাজিওর বিপক্ষে ২-০ গোলে জিতে টানা চতুর্থ শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। ঘরের মাঠের এ ম্যাচে জুভাদের হয়ে একটি করে গোল করেন কার্লোস তেভেজ ও লিওনার্দো বনুচ্চি।



এদিন ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করেন জুভেন্টাস ফুটবলাররা। খেলার শুরুতে লিড নেন আর্জেন্টাইন তারকা তেভেজ। খেলার ১৭ মিনিটে আরতুরো ভিদালের পাস থেকে গোল আদায় করেন সাবেক ম্যানচেস্টার সিটির এ তারকা।

পরে খেলার ২৮ মিনিটে অভিজ্ঞ ফুটবলার আন্দ্রে পিরলোর অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুন করেন বনুচ্চি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো আলেগ্রিরির শিষ্যরা।

লিগে ৩১ খেলায় ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বেশ ওপরে রয়েছে জুভেন্টাস। দলটির সামনে এখনও আরো সাতটি খেলা বাকি আছে। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লাজিও।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।