ঢাকা: ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ মিনিটের গোলে বার্সার জার্সি গায়ে ৪০০তম গোলের মাইলফলক গড়েন লিওনেল মেসি। পরে নিজের ফেসবুক পেজের মাধ্যমে আরো অধিক গোল করার প্রত্যয় ব্যক্ত করেন এই আর্জেন্টাইন তারকা।
গতকাল (১৮ মার্চ) বার্সার হয়ে ৪৭১তম ম্যাচ খেলতে নামেন মেসি। শুরু আর শেষ মিনিটের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। প্রথম গোলদাতা লুইস সুয়ারেজের গোলটি আসে মেসির পাস থেকে।
অফিসিয়াল ফেসবুক পেজে মেসি লিখেন, ‘বার্সার হয়ে চারশ গোল করতে পেরে আমি গর্বিত। এই ধারা অব্যাহত রাখতে চাই। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি এটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাছাড়া, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি মোটেই সহজ ছিল না। ’
বার্সার পর এখন জাতীয় দল আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার প্রহর গুণছেন মেসি। আলবিসেলেস্তেদের জার্সি গায়ে ৯৭ ম্যাচে ৪৫ গোল করে শীর্ষে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার পরেই আছেন চারবারের বিশ্বসেরা এই ফুটবলার। সাবেক তারকা স্ট্রাইকার বাতিস্তুতা সর্বোচ্চ ৫৬ গোল করতে ম্যাচ খেলেছেন ৭৮টি।
অবশ্য, এক দিক থেকে মেসি ঢেড় পিছিয়ে। বার্সার হয়ে কোপা দেল রে প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় বিশ্বসেরা এই আইকন ফুটবলারের নাম ছয় নম্বরে (৩২ গোল)। ৬৫ গোল করে শীর্ষে রয়েছেন কাতালানদের সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জোসেফ সামিতিয়ার।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএম
** বার্সার হয়ে মেসির ৪০০তম গোল