ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

খেলা

পর্দা উঠলো জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, এপ্রিল ১৯, ২০১৫
পর্দা উঠলো জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আজ (রোববার) থেকে শুরু হয়েছে ‘এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ। ’ বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি ও বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি বশির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব রুমী এহসান-উল-হক।

এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ফেডারেশনের সহ-সভাপতি মিসেস কামরুন নাহার ডানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সম্পাদক জনাব মোঃ মকবুল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির যুগ্ম-সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিবর্গ।

এ আসরে সর্বমোট ১৮ টি হ্যান্ডবল দল ৬টি গ্রুপে অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়নশীপের ১ম রাউন্ডের খেলাগুলো শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এবং সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স (ধানমন্ডি)-তে অনুষ্ঠিত হবে।

আজ অনুষ্ঠিত ১ম রাউন্ডের খেলাগুলোর ফলাফল:

বিকেল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ঢাকা জেলা ১৬-২ গোলে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে। সকাল ৮টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ৩৪-৮ গোলে যশোর জেলাকে পরাজিত করে। সকাল ৯টা ১৫মিনিটে  অনুষ্ঠিত খেলায় কিশোরগঞ্জ জেলা বি জে এম সি’র কাছে ২৭-১ গোলে বিধ্বস্ত হয়।

সকাল ১০টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় ঢাকা জেলা ২১-৬ গোলে লালমনিরহাট জেলাকে পরাজিত করে। দুপুর ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় নওগাঁ জেলা ১৩-৬ গোলে হারায় যশোর জেলাকে।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স (ধানমন্ডি)-তে অনুষ্ঠিত খেলাগুলোর ফল:

সকাল ৮টায় অনুষ্ঠিত খেলায় দিনাজপুর জেলা ১৫-২ গোলে মেহেরপুর জেলাকে, সকাল ৯টা ১৫মিনিটে  অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ ১২-৩ গোলে নীলফামারী জেলাকে, সকাল ১০টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় পঞ্চগড় জেলা ২৯-০ গোলে জামালপুর জেলাকে পরাজিত করে।

দুপুর ২টায় অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া জেলা ১৬-০ গোলে মেহেরপুর জেলাকে, বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত খেলায় নড়াইল জেলা ১৩-৫ গোলে নীলফামারী জেলাকে ও বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা জেলা ১৫-০ গোলে জামালপুর জেলাকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।