ঢাকা: প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল) এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ (রোববার) থেকে ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে শুরু হয়েছে ‘সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫’।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল) এর হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর জনাব সুমন ভট্টাচার্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, সিটিসেল এর হেড অব কর্পোরেট কমিউনিকেশনস এন্ড পাবলিক রিলেশন্স জনাব তাসলিম আহমেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লে:কমান্ডার এ কে সরকার (অব:), যুগ্ম সম্পাদক ও সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ পরিচালনা কমিটির আহবায়ক জনাব খায়রুল আলম ফরহাদ, ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সিটিসেল এর কর্মকর্তাবৃন্দ।
দিনের প্রথম খেলা ধুমকেতু ক্লাব বনাম রেইথস এর মধ্যে অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় ধুমকেতু ক্লাব ১০৬-৫৬ পয়েন্টে রেইথসকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ধুমকেতু ৫২-১৬ পয়েন্টে এগিয়ে ছিল। ধুমকেতু দলের তারেক- ২৫ ও রাইম-২৩ পয়েন্ট এবং রেইথস এর পিটার- ১৬ ও আমিন- ১৪ পয়েন্ট করে স্কোর করেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম