ঢাকা: প্রথমার্ধ গোল শূণ্য আর দ্বিতীয়ার্ধ জুড়ে গোল বন্যা, এটাই শেখ জামালের সহজাত প্রবৃত্তি চলমান লিগের ম্যাচগুলোতে। রোববার (১৯ এপ্রিল) মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ভালো খেলেছে জামাল। কিন্তু কাঙ্খিত গোলের জন্য দলটিতে অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া জামালের অধিনায়ক মামুনুলের দূরপাল্লার শটটি বার ঘেসে চলে যায় মাঠের বাইরে।
আর ২৮ মিনিটে এগিয়ে যাবার দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছে শেখ জামাল। বক্সের বেশ কাছেই ফ্রি কিক পেয়েছিলো মারুফুল হকের শিষ্যরা। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোর শট পোস্টে লেগে ফেরত আসে। আর ৪১ মিনিটে লিংকনের পাস চট্টগ্রাম আবাহনীর বক্সের সুবিধাজনক স্থানে পেয়েও গোল করতে ব্যর্থ হন জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড ডালিংটন। ফলে প্রথমার্ধের খেলা শেষে গোলশূণ্য ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে জামাল। ৫০ মিনিটে ওয়েডসনের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ল্যান্ডিং ডার্বো চট্টগ্রাম আবাহনীর বক্সে সতীর্থ নাইজেরিয়ান ফরোয়ার্ড ডালিংটনকে বল দেন। তিনি বল বাড়িয়ে দেন ওয়েডসনের উদ্দেশ্যে। ডান পায়ের শটে বল জালে জড়ান এই হাইতিয়ান ফরোয়ার্ড (১-০)।
এরপর কয়েক মিনিটে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে জামালের বিদেশী ফরোয়ার্ডরা। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান লিগ জয়ীরা। লিংকনের ক্রসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওয়েডসন (২-০)। এই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।
তৃতীয় গোল আদায় করতে খুব বেশিক্ষণ অপেক্ষা করেনি দলটি। ৭৬ মিনিটে ল্যান্ডিংয়ের পাস থেকে বল পেয়ে গোল করেন এমেকা ডালিংটন (৩-০)। এর দু'মিনিট পর মামুনুলের পাসে বল পেয়ে আবারো চট্টগ্রাম আবাহনীর জালে বল পাঠান ডালিংটন (৪-০)। রেফারী শেষ বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।
এ জয়ের ফলে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে মারুফুল হকের শিষ্যরা। আর ৯ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ আছে দ্বিতীয় অবস্থানে ও ৭ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী তৃতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম