ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

খেলা

প্রথম বিভাগ ভলিবল লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, এপ্রিল ১৯, ২০১৫
প্রথম বিভাগ ভলিবল লিগ ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু  হয়েছে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগ-২০১৫’। আগামী ৩০ এপ্রিল এই টুর্নামেন্টের পর্দা নামবে।



আজকের খেলায় নবজাগরণী সংঘ ৩-১ সেটে শাহবাগ স্পোর্টস ক্লাবকে এবং উত্তরা এস.সি ৩-১ সেটে মাদারটেক মিতালি সংঘকে পরাজিত করে।

এবারের প্রথম বিভাগ ভলিবল লিগে অংশ নিয়েছে আটটি দল। দলগুলো হলো- নবজাগরণী সংঘ, ইস্ট এন্ড বয়েজ, সাবলম্বী সোসাইটি, ভাই ভাই সংঘ, উত্তরা এস.সি, মাদারটেক মিতালি সংঘ, ইস্ট এন্ড ক্লাব এবং শাহবাগ স্পোর্টস ক্লাব। এই লিগ থেকে রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। আর দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল প্রথম বিভাগে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।