ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

খেলা

ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভালে ভারোত্তোলন দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, এপ্রিল ২০, ২০১৫
ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভালে ভারোত্তোলন দল সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ভারোত্তোলন ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং পাঞ্জাব স্পোর্টস বোর্ড এর ব্যবস্থাপনায় আগামী ৭-১৫ মে লাহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঞ্জাব ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল-২০১৫। এই ভারোত্তোলন প্রতিযোগিতায় বাংলাদেশসহ অংশ নিচ্ছে সার্কভুক্ত শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক পাকিস্তান।

আন্তর্জাতিক এই ভারোত্তোরন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আট সদস্যের বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন : মোল্লা সাবিরা সুলতানা (৪৮কেজি ওজন শ্রেনী), মাবিয়া আক্তার সিমান্ত (৬৩কেজি), রোকেয়া সুলতানা সাথি (৬৯কেজি), ফিরোজা পারভিন(৭৫কেজি), হামিদুল ইসলাম (৭৭কেজি), মোহাম্মদ অব্দুল্লাহ আল মামুন (৯৪কেজি)। দলীয় কোচ মো: মোতালেব এবং টিম ম্যানেজার ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)।

প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য পাঞ্জাব স্পোর্টস বোর্ড বাংলাদেশ টিমের যাতায়াত বিমান টিকিট, আবাসন ও খাওয়া প্রদান করছে। দলের বাকী খরচ বহন করছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন।

আন্তর্জাতিক এই ভারোত্তোলন প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশ গ্রহন প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সাম্পাদক উইং মহিউদ্দিন আহমেদ (অব.) বলেন, 'আমরা এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছি। বাইরের দেশে সব সময় বাংলাদেশী ভারোত্তোলকরা ভালো করে। আশা করি পাঞ্জাবেও ভালো করার পাশাপাশি আমাদের খেলোয়াড়রা বাইরের দেশে পদক জয়ের ধারাটা অব্যাহত রাখবে এমনটায় আমার বিশ্বাস। '

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২০ ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।