ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

খেলা

জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, এপ্রিল ২০, ২০১৫
জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলছে “এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০১৪”।  

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ও সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স (ধানমন্ডি)-এ অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ আনসার ২০-১ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে।

সকাল ৯টা ১৫ মিনিটে  অনুষ্ঠিত খেলায় বি জে এম সি ২৮-৪ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করে। সকাল ১০টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় গোপালগঞ্জ জেলা ৯-৮ গোলে লালমনিরহাট জেলাকে পরাজিত করে।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স (ধানমন্ডি)-এ অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলার ফলাফলঃ

সকাল ৮টায় অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া জেলা ১৩-১০ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করে। সকাল ৯টা ১৫মিনিটে  অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ ১১-২ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে। সকাল ১০টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় পঞ্চগড় জেলা ১১-২ গোলে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে।

হ্যান্ডবল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলার ফলাফলঃ

দুপুর ৩টায় অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ৩০-৬ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিকেল ৪টা ১৫মিনিটে বিজেএমসি ৪০-৩ গোলে পঞ্চগড় জেলাকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।