ঢাকা: সোমবার থেকে এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের খেলা নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে। ‘সাউথ এ্যান্ড সেন্ট্রাল জোন’-এ পড়েছে বাংলাদেশ।
মঙ্গলবার দুপুর সোয়া ১টায় দশরথ স্টেডিয়ামে প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল ১৯ এপ্রিল দুপুর ১টায় নেপালের উদ্দেশ্যে বিমানযোগে ঢাকা ত্যাগ করে।
সোমবার বাফুফে প্রেরিত তথ্য অনুযায়ী জানা যায় বাংলাদেশ দলের ফুটবলাররা শারীরিক-মানসিকভাবে সুস্থ আছে। ভারতের বিরুদ্ধে ভাল খেলে জয় ছিনিয়ে নিতে চায় দলটি। সোমবার গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা এক ঘণ্টার মতো অনুশীলন করে এএনএফএ আর্টিফিসিয়াল টার্ফে।
বাফুফে সূত্র থেকে জানা গেছে কাঠমান্ডুর দিনের তাপমাত্রা বাংলাদেশের মতোই। তবে রাতের বেলা সেটা নেমে আসে মাত্র ১৫ ডিগ্রি সেলসিয়াসে!
বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার জানিয়েছে, 'তারা কালকের (মঙ্গলবার) ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলেই জয় কুড়িয়ে নেবে ভারতের বিরুদ্ধে এবং দেশবাসীকে আনন্দের সংবাদ দিতে চায়। কোচ ছোটন বলেছেন, ম্যাচটা অনেক কঠিন হবে। বাংলাদেশ দল আপ্রাণ চেষ্টা করবে জিততে। এজন্য দেশবাসীর দোয়া চান তারা। '
সোমবার উদ্বোধনী দিনের ম্যাচে ভারত ১২-০ গোলে বিধ্বস্ত করে ভুটানকে। এছাড়া ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৬-০ গোলে মালদ্বীপকে এবং নেপাল ৩-২ গোলে হারায় ইরানকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল: গোলরক্ষক: তাসলিমা, মাহমুদা আক্তার, রূপা; ডিফেন্ডার: শামসুন নাহার, রুমা আক্তার, শিউলি আজিম, নার্গিস খাতুন, নাজমা, জোৎনা; মিডফিল্ডার:রাজিয়া খাতুন, সানজিদা আক্তার, মিরশাত জাহান মৌসুমী (সহ-অধিনায়ক), কৃষ্ণ রানী সরকার (অধিনায়ক), মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমা; ফরোয়ার্ড: মারজিয়া ও সিরাত জাহান স্বপ্না।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইয়া/এমএমএস