ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

খেলা

আবাহনীর সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, এপ্রিল ২০, ২০১৫
আবাহনীর সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসিকে ২-০ গোলে হারায় ঢাকা আবাহনী। ঢাকা আবাহনীর হয়ে গোল করেন শাহেদুল আলম ও আব্দুল বাতেন মজুমদার কোমল।



ম্যাচের ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে তীব্র শটে বিজেএমসির জালে বল পাঠিয়ে দলকে আনন্দের উপলক্ষ্য এনে দেন ঢাকা আবাহনীর মিডফিল্ডার শাহেদুল আলম (১-০)। ৩৬ মিনিটে ডিফেন্ডার নাসিরুল ইসলামের নিচু ক্রসে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন আবাহনীর ফরোয়ার্ড আব্দুল বাতেন মজুমদার কোমল (২-০)। শাহেদ-কোমল উভয়েরই লীগে এটা তাদের ব্যক্তিগত প্রথম গোল।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগের অবস্থান 'তৃতীয়'তেই আছে ঢাকা আবাহনী। আর সমান ম্যাচে বিজেএমসির সংগ্রহ ১ পয়েন্ট। তারা রয়েছে ৮ম অবস্থানে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।