ঢাকা: চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে হেরে অঘটনের শিকার হয় শক্তিশালী বায়ার্ন মিউনিখ। আর এই হারের পর বেশ সমালোচনার মুখেই পড়তে হয় দলের কোচ পেপ গার্দিওয়ালাকে।
তবে সব গুঞ্জনকে দূরে ঠেলে গার্দিওয়ালা জানিয়েছেন, আগামী মৌসুমে তিনি বাভারিয়ানদের সঙ্গেই থাকছেন।
গার্দিওয়ালা বলেন, ‘আমার ভবিষ্যত হচ্ছে, বুধবার দলের অনুশীলন, বৃহস্পতিবার ছুটি, শুক্রবারে আবার অনুশীলন আর শনিবারে বুন্দাস লিগায় হারথা বার্লিনের বিপক্ষে ম্যাচ জয় করা। আর আগামী বছরও আমি এখানেই থাকছি। ’
আজ রাতেই ঘরের মাঠে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটের ম্যাচের দ্বিতীয় লেগে মাঠে নামছে বায়ার্ন।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমএমএস