ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

খেলা

বার্সাকে হারানো সম্ভব পিএসজি’র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, এপ্রিল ২১, ২০১৫
বার্সাকে হারানো সম্ভব পিএসজি’র ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বেশ পিছিয়ে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পিএসজি’র ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ৩-১ গোলে হারে লরা ব্লার শিষ্যরা।



তবে দ্বিতীয় লেগের খেলায় কাতালানদের হারিয়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা সেমিফাইনাল নিশ্চিত করবে বলে মনে করেন কিংবদন্তি জিনেদিন জিদান।

শেষ আটের প্রথম লেগে লুইস সুয়ারেজের জোড়া ও নেইমারের শুরুর দিকের গোলটি মূলত হারিয়ে দেয় পিএসজিকে। তবে শেষ দিকে এসে বার্সার ম্যাথিউর আত্মঘাতী গোলে ব্যবধান কমে পিএসজির।

এদিকে ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগের খেলায় ফিরছেন পিএসজি’র সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। সেই সঙ্গে দলটি পাচ্ছে মার্কো ভেরাত্তির মতো স্ট্রাইকারকেও। আর জিদান বিশ্বাস করেন, পিএসজি’র সম্ভাবনা আছে যে তারা পরের খেলায় তিনটি গোল করে শেষ চার নিশ্চিত করতে পারবে।

জিদান বলেন, ‘ক্যাম্প ন্যু’তে পিএসজি’র পক্ষে তিনটি গোল করা খুবই কঠিন হবে। তবে আমি মনে করি তাদের সামর্থ্য আছে, তাদের অবশ্যই এটা করতে হবে। ’

ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরো বলেন, ‘এই দলে অসাধারণ কিছু ফুটবলার আছে। তারা খেলায় গোল করতে অভ্যস্ত আর ফুটবলে সবকিছুই সম্ভব। আমি আবারো বলছি, বার্সার বিপক্ষে জয় খুবই কঠিন তবে আশা করি তারা জিততে পারবে। ’

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।