ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রথম লেগে ৩-১ গোলের জয় নিয়ে এগিয়ে থেকে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে প্যারিস সেইন্ট জার্মেইনকে দ্বিতীয় লেগে আতিথ্য দেবে লুইস এনরিকের শিষ্যরা।
আট বছরের মধ্যে সপ্তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলতে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মাঠে নামবে কাতালানরা। বার্সার সেরা তিন অস্ত্র আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিল তারকা নেইমার আর উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজকে নিয়ে গড়া বিশ্বসেরা আক্রমণ ভাগ নিয়ে এ ম্যাচে ড্র নয়, স্বাগতিক হিসেবে জয় চায় কাতালানদের কোচ এনরিক।
প্রথম লেগে জিতে ৩-১ এগ্রিগেটে এগিয়ে থেকে শেষ চারের টিকিট অনেকটাই নিশ্চিত করেছে মেসি, নেইমাররা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের আগে স্প্যানিশ লিগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তবে, পিএসজির বিপক্ষে তাদেরই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় নিয়ে অজানা ভয়কে দূরে ঠেলে দেয় মেসিরা।
লা লিগার সর্বশেষ ম্যাচে দুরন্ত ভ্যালেন্সিয়াকে কোনো সুযোগ না দিয়ে ২-০ গোলে ম্যাচ জেতে এনরিক শিষ্যরা। সে ম্যাচে গোল করে নিজের ফুটবল ক্যারিয়ারে বার্সার হয়ে ৪০০তম গোল করেন মেসি। গোলের ক্ষুধা যে একটুও কমেনি তা জানিয়ে দেন নিজের ফেসবুক পেজে। সেভিয়ার বিপক্ষে গোল করা মেসি গোল করেছেন ভ্যালেন্সিয়ার বিপক্ষেও। তার আগের ম্যাচে আলমেরিয়ার বিপক্ষেও একটি গোল করেন মেসি।
বার্সার হয়ে প্রথম মৌসুমে দারুণ খেলে চলেছেন লুইস সুয়ারেজ। লিভারপুলের সাবেক এ তারকা সেভিয়ার বিপক্ষে গোল করতে না পারলেও তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে জোড়া গোল করেন। লা লিগার সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও ম্যাচের প্রথম মিনিটে গোল করেন।
ব্রাজিল তারকা নেইমারও রয়েছেন গোলের মধ্যেই। প্রথম লেগে পিএসজির বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে গোল করে দলকে লিড পাইয়ে দেন নেইমার। এছাড়া লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে পাইয়ে দিয়েছিলেন শুভসূচনা।
এ ম্যাচে মাঠে পিএসজির হয়ে নামবেন দলের গোল-মেশিন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফলে, আতিথ্য নিতে যাওয়া পিএসজি হালে কিছুটা হলেও শক্তি খুঁজে পাবে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৫
এমআর