ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

খেলা

আমি মেসি কিংবা রোনালদো নই: পাস্তোরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, এপ্রিল ২১, ২০১৫
আমি মেসি কিংবা রোনালদো নই: পাস্তোরে ছবি : সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদ্বন্তি ফুটবলার এরিক ক্যানটোনা বলেছিলেন, আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের পাস্তোরে তারই স্বদেশী লিওনেল মেসি আর পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর থেকেও সেরা ফুটবল খেলে থাকেন।

তবে, ম্যানইউয়ের এ তারকার সঙ্গে একমত নন প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা পাস্তোরে।

ক্যানটোনার মন্তব্যকে সম্মান জানিয়ে পাস্তোরে বলেন, মেসি এবং রোনালদো অন্য উচ্চতার ফুটবলার।

২৫ বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার পাস্তোরে আরও বলেন, ক্যানটোনা তার নিজের জায়গা থেকে মতামত দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি ভালো ফুটবল পছন্দ করেন। তবে, আমি মনে করি মেসি এবং রোনালদো দু’জনই অন্য ধাতুতে গড়া। আমি তাদের সঙ্গে নিজের তুলনা করতে চাই না।

সংবাদমাধ্যমকে বাড়িয়ে না লেখার জন্যও অনুরোধ করেন আর্জেন্টিনার হয়ে ১৮ ম্যাচ খেলা পাস্তোরে। তিনি যোগ করেন, মিডিয়াকে আমি অনুরোধ করবো আমার সঙ্গে মেসি কিংবা রোনালদোকে তুলনা করবেন না। তারা দু’জনই বিশ্বসেরা ফুটবলার। অবিশ্বাস্য ফুটবল খেলে থাকেন মেসি, রোনালদো।

আর্জেন্টাইন পাস্তোরে ২০১১ সালে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে নাম লেখান। পালেরমোর হয়ে ৬৯ ম্যাচ খেলা পাস্তোরে পিএসজির হয়ে মাঠে নেমেছেন ১১৫ ম্যাচ। এ ক্লাবের হয়ে তিনি দু’বার লিগ ওয়ানের বর্ষসেরা পুরস্কার পান। ২০১০ সালে সিরি আ’র তরুণ বর্ষসেরার পুরস্কারও উঠে তার হাতে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।