ঢাকা: ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠানরত ‘সিআইএমবি নিয়াগা ইন্দোনেশিয়ান মাস্টার্স’ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী রাউন্ডে শুরুটা ভাল করতে পারেননি বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান।
৭২ পারের রাউন্ডের খেলায় অতিরিক্ত দুই শট বেশি নিয়ে যৌথভাবে ৫৫তম অবস্থানে রয়েছেন তিনি।
রয়্যাল জাকার্তা গলফ ক্লাবে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের ১৮ হোলের খেলায় চার বার্ডির বিপরীতে ছয়টি বগি করেন সিদ্দিকুর। প্রথম নয় হোলে পারফরমেন্স ভাল হয়নি তার। তিনটি বগির বিপরীতে মাত্র একটি বার্ডি আদায় করতে সক্ষম হন তিনি।
তবে ব্যাক নাইন হোলের খেলায় তিনটি বগি করলেও সমান বগি আদায় করে দ্বিতীয় রাউন্ড শেষে ‘কাট’ এড়ানোর আশা বাঁচিয়ে রেখেছেন সিদ্দিকুর।
সাড়ে সাত লাখ মার্কিন ডলার প্রাইজমানির এ প্রতিযোগিতায় প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে রয়েছেন তাইওয়ানের চান শি চাঙ্গ এবং ডেনমার্কের টমাস বিয়র্ন। উভয়েই পারের চেয়ে ছয় শট কম নেন উদ্বোধনী রাউন্ডে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর