ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জমজমাট লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জমজমাট লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল

ঢাকা: ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের লাইনআপ ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। শেষ চারে স্থান করে নিয়েছে তিনটি দেশের চারটি বিশ্বসেরা ক্লাব।



আধিপত্য বিস্তার করেছে স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেই উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর এক যুগ পর ইউরোপিয়ান সেরার আসরের সেমিতে জায়গা করে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

এদিকে আজ রাতে সুইজারল্যান্ডের নাইয়নে ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হবে কোন দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। আর এই ড্র’কে কেন্দ্র করে দু’দলের ফুটবলার এবং অফিসিয়ালদের মাঝে শুরু হয়েছে মৌখিক যুদ্ধ।

বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে জানিয়েছিলেন, ২০১২-১৩ মৌসুমে বায়ার্নের কাছে হারলেও দলটির মুখোমুখি হতে কাতালানরা ভয় পায় না। তবে বায়ার্নের এক কর্মকর্তা বলেছেন, ‘যে কোন প্রতিপক্ষের বিপক্ষেই আমরা খেলতে প্রস্তুত। তবে আমি মনে করি না প্রতিপক্ষ হিসেবে আমাদের কেউ বেছে নেবে। ’

এদিকে বার্সা, বায়ার্ন ও জুভিদের স্বপ্নটা এবার একটু বেশি। কারণ তিনটি দলের সামনেই এবার ট্রেবল (লিগ টাইটেল, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জয়ের সম্ভাবনা রয়েছে। তিনটি দলই নিজ দেশের লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। তবে বার্সার ঘাড়ে রিয়াল নিঃশ্বাস ফেললেও চ্যাম্পিয়ন হওয়া এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বায়ার্ন ও জুভিদের সামনে।

এই চার দল চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মোট ২১বার শিরোপা জিতেছে। তবে এদিক থেকে সবচেয়ে এগিয়ে আছে রিয়াল। লা গ্যালাকটিকোরা গতবার রেকর্ড ১০তম শিরোপা উদযাপন করে। পাঁচটি শিরোপা জিতে পরের অবস্থানে আছে বায়ার্ন। বার্সা জিতেছে চারটি আর দুটি গেছে জুভেন্টাসের ঘরে।

সাম্প্রতিক পারফরম্যান্সে অবশ্য বার্সা ও বায়ার্ন এগিয়ে আছে। কারণ কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে কাতালানরা জিতেছে ৫-১ গোলে আর বাভারিয়ানরা জিতেছে ৭-৪ গোলে। তবে রিয়াল ও জুভিরা দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে কোন রকমে সেমিফাইনাল নিশ্চিত করে।

তাই আজ সেমির ড্রয়ের পর যারাই পরস্পরের মুখোমখি হোক না কেন, ফুটবল পাগল সমর্থকরা উপভোগ করবে চরম উত্তেজনাপূর্ণ দুটি লেগের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।