ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঈশ্বরই জানেন ব্রাজিলের কি ঘটেছিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
ঈশ্বরই জানেন ব্রাজিলের কি ঘটেছিল ছবি: সংগৃহীত

ঢাকা: ৭-১ গোলের পরাজয়! স্কোর লাইনটা চোখের সামনে আসলে যে কারো মনে ভেসে উঠবে জার্মানির বিপক্ষে স্বাগতিক ব্রাজিলের বিশ্বকাপের পরাজয়ের ম্যাচটি। ঠিক কি কারণে ব্রাজিল সে ম্যাচে বিধ্বস্ত হয়েছিল এমন প্রশ্নের উত্তর দিতে পারেন নি ফুটবলের কালোমানিক খ্যাত ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।



বিশ্বমঞ্চের সে ম্যাচে মাঠে ছিলেন না নেইমার আর নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা। লুইজ ফেলিপ স্কলারির শিষ্যদের কাঁদিয়ে ৭-১ গোলের বিশাল জয় তুলে নেয় জোয়াকিম লো’র জার্মানি। বিশ্বমঞ্চ থেকে ছিটকে পড়ায় এরপর চাকুরি খোয়াতে হয় স্কলারিকে। নিজেদের পরের ম্যাচে (তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ) নেদারল্যান্ডসের বিপক্ষেও হার মানে সেলেকাওরা।

চলতি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে হারা বায়ার্ন মিউনিখ ফিরতি লেগে জয় পায় ৬-১ গোলের বড় ব্যবধানে। ৭-৪ এগ্রিগেটে সেমিফাইনালের টিকিট করে নেয় পেপ গার্দিওলার শিষ্যরাই।

আর এ দলটিতে খেলেছেন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফিলিপ লাম, থমাস মুলার, জেরোমি বোয়েতাং, ম্যানুয়েল ন্যুয়ের, মারিও গোতজে, সেবাস্তিয়ান রোডে, টম স্টার্কে, সিনান কার্ট, বাডসটাবার, মিচেল ওয়াইজার আর বাস্তিয়ান শোয়াইন্সটাইগার। পোর্তোকে এ জার্মান নির্ভর ফুটবলারদের নিয়ে গড়া বায়ার্নের কাছে বিধ্বস্ত হতে হয়েছে।

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের বিধ্বস্ত হওয়া প্রসঙ্গে পেলে বলেন, সেমিফাইনালে কি ঘটতে চলেছে তা আগে থেকে কেউ বলতে পারেনি। এখনও কেউ বলতে পারছে না আসলে কি ঘটেছে ব্রাজিলের সেদিনের ম্যাচটিতে। একমাত্র ঈশ্বরই বলতে পারবেন সেদিন কি ঘটেছিল।

ফুটবল ক্যারিয়ারে তিনবার বিশ্বকাপ শিরোপা হাতে নেওয়া পেলে বলেন, বিশ্বকাপ শুরুর আগে সবাই ভেবেছিল স্পেন এবং ব্রাজিলই ফাইনাল খেলতে যাচ্ছে। যারা ফুটবল বোঝেনা তারাও এটাই ভেবে রেখেছিল। তবে, আমি বিশ্বকাপ শুরুর দুই বছর আগে থেকেই জার্মানি দলটির দিকে নজর রেখেছিলাম। তারা দারুন একটি দল নিয়ে মিশন শুরু করেছিল।

পেলে আরও যোগ করেন, সে ম্যাচটিতে আসলেই স্বাগতিকদের জন্য একটি ঝড় ছিল। যে ঝড়ে ব্রাজিল সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে। আমরা সেদিন ১-০ বা ২-০ গোলে হারতে পারতাম। কিন্তু হেরেছি ৭-১ গোলের ব্যবধানে। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ডাচদের কাছে হেরেছি ৩-০ গোলের ব্যবধানে। শুধু ঈশ্বরই বলতে পারবেন কেনো ব্রাজিলের এমন দশা হয়েছিল।

বিশ্বকাপের পর সেলেকাওদের নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে ব্রাজিলকে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারতে হয়নি। নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভাকে হারাতে হয়েছে অধিনায়কত্ব। নতুন অধিনায়ক নেইমারের নেতৃত্বে বিশ্বকাপের পর নতুন এক ব্রাজিলকে দেখছে ফুটবল বিশ্ব।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।