ঢাকা: গত বছর শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিলেল্লিনিকে কামড় মেরে কুখ্যাতির জন্ম দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। পরে ফিফা কর্তৃক প্রমাণ হওয়ায় চার মাসের জন্য ছিলেন ফুটবলের বাইরে।
একটি টিভি সাক্ষাৎকারে সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবি জানিয়েছেন, চিলেল্লিনিকে কামড় মারার ঘটনাটি অসত্য।
সোফিয়া বলেন, ‘সুয়ারেজ আমাকে জানিয়েছিল, সে কামড় দেয়নি। ব্যাপারটি ঘটেছিল তার মাথার সঙ্গে আঘাত লেগে। তবে টেলিভিশন ও রেডিওতে প্রকাশ করেছিল সে কামড় দিয়েছে। এই ঘটনার দশ দিন পরে সে আমাকে সত্য ব্যাপারটি জানায়। ’
তিনি আরো বলেন, ‘ঐ দিন খেলার পরে আমি তাকে ফোন দিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে? সে উত্তরে আমাকে বলেছিল, আমি কিছুই করিনি। এ ব্যাপারগুলো ঘটছে কারণ উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে যাচ্ছিল। ’
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমএমএস