ঢাকা: দুই মৌসুম আগে বার্সেলোনা ছেড়ে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেন ডেভিড ভিয়া। গত বছর পাড়ি জমান আমেরিকান সকার ক্লাব নিউ ইয়র্ক সিটিতে।
সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে ট্রেবল (লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ) শিরোপা ঘরে তোলে বার্সা। লুইস এনরিকের অধীনে এবারও সেটির পুনরাবৃত্তি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই কাতালানরা কিংস কাপ তথা কোপা দেল রে’র ফাইনালে উঠেছে। রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে লা লিগায় আছে শীর্ষে। আর দু’দিন আগে প্যারিস সেইন্ট জার্মেইকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করে মেসি-নেইমার-সুয়ারেজরা।
স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে ভিয়া বলেন, ‘ট্রেবল জয়ের জন্য বার্সার যথেষ্ট সামর্থ্য রয়েছে। তারা স্প্যানিশ প্রতিযোগিতায় আধিপত্যের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার দৌড়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আমার মতে, এটাই মেসিদের সেরা সুযোগ। আশা করছি তারা সফল হবেই। ’
উল্লেখ্য, এ মৌসুমে নিউ ইয়র্ক সিটি থেকে ধারে অস্ট্রেলিয়ান সকার ক্লাব মেলবোর্ন সিটিতে যোগ দেন ভিয়া। তিনি ব্রাজিল বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। এর আগে ২০১০ সাল থেকে বার্সার হয়ে তিন মৌসুম মিলিয়ে ১১৬ ম্যাচে ৪৮টি গোল করেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরএম