ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

খেলা

ওমেরা কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, এপ্রিল ২৪, ২০১৫
ওমেরা কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ‘ওমেরা কাপ গলফ টুর্নামেন্ট ২০১৫’। টুর্নামেন্টটি কুর্মিটোলা গলফ কোর্সে চলছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামূল বারি প্রধান অতিথি হিসেবে আজ (শুক্রবার) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও  কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক এরিয়া, মেজর জেনারেল মিজানুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ, কুর্মিটোলা গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ) উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল সরদার হাসান কবির (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেঃ কর্ণেল মোঃ আবদুল বারি (অবঃ) এবং মবিল যমুনা লুব্রিক্যান্টস বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজম জে চৌধুরী, পরিচালক তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সানাউল হক ও উক্ত সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
 ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।