ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

২৭ মে থেকে শুরু হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
২৭ মে থেকে শুরু হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫ ফাইল ফটো

ঢাকা: গলফে এশিয়া অঞ্চলের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ট্যুর। এবারই প্রথম সংস্থাটির প্রথম কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে।

এশিয়ান ট্যুরের পক্ষ থেকে তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭-৩০ মে এই টুর্নামেন্টের খেলাগুলো ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।

তিন লাখ ডলার সমপরিমাণ প্রাইজ মানির এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের খ্যাতিমান শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক পেশাদার গলফের এ প্রতিযোগিতাটি একটি এশিয়ান ট্যুর ইভেন্ট। এ আসরের নাম ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫। ’

এর আগে গত ৭ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবের বেংকুয়েট হলে এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ গলফ ফেডারেশনের মধ্যে তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর হয়।
 
চুক্তিতে বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেন ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। আর বসুন্ধরা গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।

এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মেজর জেনারেল মাহবুব হায়দার খান (অব.), উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ এবং উপদেষ্টা (বসুন্ধরা গ্রুপ) ও প্রকাশক (কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান) ময়নাল হোসেন চৌধুরী।

গলফ ফেডারেশনের পক্ষ থেকে আবুল ফজল ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান ও ফেডারেশনের জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সাফওয়ান সোবহানের ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এ জন্য আমি বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষ থেকে সাফওয়ান সোবহানকে ধন্যবাদ জানাই। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের গলফ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় বিভিন্ন দেশের বিশেষ করে এশিয়ার খ্যাতিমান পেশাদার গলফাররা অংশগ্রহণ করবেন। এ আয়োজন ক্রীড়া জগতে বাংলাদেশের ভাবমূর্তি নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি ক্রীড়া, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার দ্বার উম্মোচন করবে।

প্রতিযোগিতা উপলক্ষে পেশাদার গলফার, অফিসিয়াল, রেফারি, সংগঠক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ১৫০ জনের উপরে বিদেশী বাংলাদেশ আসবেন।
 
ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এশিয়ান ট্যুর প্রতিষ্ঠার পর ১৯৯৫ সালে প্রথম এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এশিয়া ও ওশানিয়া অঞ্চলের বিভিন্ন দেশে এশিয়ান ট্যুর ইতিমধ্যে ২১টি প্রতিযোগিতা আয়োজন করেছে। মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ ২২তম প্রতিযোগিতা।
 
এ ধরনের প্রতিযোগিতায় (এশিয়া ট্যুর ইভেন্ট) বাংলাদেশ থেকে ছিদ্দিকুর রহমানসহ মাত্র এক-দুইজন পেশাদার গলফার অংশগ্রহণের সুযোগ পান। কারণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে বাংলাদেশের গলফারদের আন্তর্জাতিক কোয়ালিফাইং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যোগ্যতা অর্জন করতে হবে।
 
তবে বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক হওয়ায় ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ প্রতিযোগিতায় প্রায় ৩০ জন উদীয়মান পেশাদার গলফার সরাসরি মূল পর্বের খেলায় অংশগ্রহণ করার সুযোগ পারবেন। যা বাংলাদেশের অন্যতম একটি বড় অর্জন বলে বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।