ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুর্দান্ত সাফল্য, ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
দুর্দান্ত সাফল্য, ফাইনালে বাংলাদেশ

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে চলছে এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে ‘সাউথ এ্যান্ড সেন্ট্রাল জোন’-এ পড়েছে বাংলাদেশ।

আজ (শুক্রবার) সেমিফাইনালে এশিয়ার শক্তিশালী দল ইরানের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বাংলাদেশের বালিকারা।

এ জয়ের ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

ম্যাচে ২৮ মিনিটে বাংলাদেশের কৃষ্ণা রানী সরকারের গোলে এগিয়ে যায় লাল-সবুজের পতাকাবাহীরা। আর ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মার্জিয়া (২-০)।   

উল্লেখ্য, গ্রুপ 'বি' তে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভুটান ও ভারত। ভারতের বিপক্ষে ১-১ গোলের ড্র করলেও ভুটানের বিপেক্ষে ১৬ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ।

আগামীকাল (২৫ এপ্রিল) বিকেল ৩.৪৫ মিনিটে ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।