ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জ্বলে ওঠা ব্রাদার্সের সামনে অসহায় মুক্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জ্বলে ওঠা ব্রাদার্সের সামনে অসহায় মুক্তি সংগৃহীত

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার (২৪ এপ্রিল) একটি দর্শনীয় ম্যাচ উপভোগ করলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগত দর্শকগণ। গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন ৫-২ গোলের বিশাল ব্যবধানে অল রেডস খ্যাত মুক্তিযোদ্ধাকে পরাজিত করে।

ব্রাদার্সের হয়ে চার গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন।

ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বল নিয়ে ব্রাদার্সের ডি-বক্সে ঢুকে পড়েন মুক্তির সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বা। গোলরক্ষককে বোকা বানিয়ে স্কয়ার শটে গোল আদায় করে নেন (১-০)। ১৭ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ মিস করে ব্রাদার্স। ডানপ্রান্ত থেকে মিডফিল্ডার শরিফুলের কাছ থেকে বল পায় হাইতিয়ান ফরোয়ার্ড ওয়ালসন। কিন্তু, তার শট বার ছুঁয়ে চলে যায় মাঠের বাইরে।

তবে, পরের মিনিটেই আক্ষেপটা ঘুঁচেছে ব্রাদার্সের। ১৮ মিনিটে মুক্তির বক্সে বল নিয়ে ঢুকে পড়েন মিডফিল্ডার শরিফুল ইসলাম। তাকে আটকাতে গিয়ে নিজেদের বক্সে ফেলে দেন মুক্তির ডিফেন্ডার আনিসুল আলম সুইট। ফলে রেফারী পেনাল্টির নির্দেশ দেয়। আর স্পট কিক থেকে গোল করেন ওয়ালসন (১-১)।

৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে গোপীবাগের দলটি। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে মুক্তির সীমানায় ঢুকে পড়েন অগাস্টিন। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে মুক্তির জাল কাঁপিয়ে দেন তিনি (২-১)। গোল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মুক্তিযোদ্ধার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে খেলতে থাকে ব্রাদার্স। ৫৬ মিনিটে সমতায় ফেরে মুক্তি, এ সময় ব্রাদার্সের বক্সে হ্যান্ডবল হওয়াতে পেনাল্টির নির্দেশ দেন রেফারী। পেনাল্টি থেকে গোল করেন এনামুল (২-২)। কিন্তু, পরের মিনিটেই নাঈমুদ্দিনের শিষ্যরা আবারো এগিয়ে যায়। মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতুর কাছ থেকে বল পেয়ে স্কয়ার শটে মুক্তির জাল কাঁপান মিডফিল্ডার শরিফুল ইসলাম (৩-২)।

৮৭ মিনিটে মুক্তির ডিফেন্ডার লিটন নিজেদের বক্সে ফাউল করেন ব্রাদার্সের শফিকুল ইসলামকে। রেফারী পেনাল্টির নির্দেশ দেয়, গোল করেন অগাস্টিন ( ৪-২)। আর ইনজুরি সময়ে কেস্টার একনের পাসে মুক্তির জালে বল পাঠান অগাস্টিন (৫-২)।

নির্ধারিত সময় শেষে রেফারী শেষ বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে নাঈমুদ্দিনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।